১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৩:৩৬
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে রাতের আঁধারে রহস্যজনক কবর!
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৭ ফেব্রুয়ারি ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের লৌহজংয়ের সিতারামপুরের পশ্চিম কাজির পাগলায় গত কয়েক দিন ধরে রাতের আঁধারে একটি দেয়াল ঘেরা জায়গায় কবর খোড়া নিয়ে রহস্য দেখা দিয়েছে।

জানা যায়, গেল দুই দিন পূর্বে ঐ জায়গার পাশে কয়েকজন ক্রিকেট খেলার সময় এক পর্যায়ে ক্রিকেটের বল বাউন্ডারির ভিতরে ঢুকে যায়। এ সময়ে বল আনতে গেলে বাউন্ডারি ভিতরে নতুন একটি কবর খোড়া দেখা যায়।

এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন কবর দেখতে ভিড় জমায়।

পরে স্থানীয়রা জানতে পারে, গত কয়েক মাস পূর্বে পুরাতন মাওয়া ফেরিঘাটের দেলোয়ার পাগলার ছোট ভাই রাজা মিয়া খন্দকার মারা যায়। আর সেই লাশ কুমারভোগ চৌরাস্তার কবরস্থানে দাফন করা হয়। সেই লাশটি উত্তোলন করে এখানে দাফন ও মাজার বানানোর চেষ্টা করছে একটি স্বার্থান্বেষী মহল।

খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে কত কয়েক রাত যাবত এলাকাবাসী পাহাড়া বসায়। গতকাল রাতে কয়েকজন নারী কবরে লাশ রাখার প্রস্তুতি নিলে এলাকাবাসী বাঁধা দেয়।

লৌহজং পদ্মা সেতু উত্তর থানার ওসি আলমগীর হোসাইনকে বিষয়টি জানালে তিনি উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলতে বলেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল আউয়াল জানান, বিষয়টি গত রাতে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের কাছ থেকে জানতে পারি। কয়েক মাস আগের লাশ কবর থেকে উত্তোলন করে অন্য যায়গায় দাফনের জন্য আইনি কিছু নিয়মকানুন রয়েছে। তারা এগুলো না মেনেই কবর খুড়েছে।

error: দুঃখিত!