২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ৭:২১
মুন্সিগঞ্জে রাতভর অভিযানে ১৭৩ কোটি টাকার কারেন্ট জাল ও সরঞ্জাম জব্দ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৪ মার্চ ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের মিরকাদিম ও সিপাহীপাড়ায় রাতভর অভিযানে প্রায় ১৭৩ কোটি টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল এবং সুতার রিলসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে কোস্টগার্ড।

আজ সোমবার দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

এসময় তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাত হতে সকাল ৭টা পর্যন্ত কোস্টগার্ড ঢাকা জোন অধীনস্ত বিসিজি স্টেশন পাগলা কর্তৃক ওই দুই এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

এসময় ৩টি জাল তৈরির কারখানা, ২টি গোডাউন ও ১টি আয়রন মিল তল্লাশি করে ৪ কোটি ৯৫ লাখ মিটার কারেন্ট জাল এবং জাল তৈরীর কাজে ব্যবহৃত ৪০ হাজার পিস সুতার রিল জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মুল্য ১৭৩ কোটি ৪৯ লাখ টাকা।

তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত কারেন্ট জাল ও জাল তৈরির কাজে ব্যবহৃত সুতার রিলসমূহ মুন্সিগঞ্জ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম হাসানুর রহমান ও সহকারী মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে বিনষ্ট করা হয়।

error: দুঃখিত!