৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ৩:৪৭
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে যক্ষ্মা ও হাপানী নিয়ে বৃদ্ধার আত্মহত্যা!
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২০ এপ্রিল, ২০২০, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে রোকেয়া বেগম (৮৩) নামে এক বৃদ্ধার আত্মহত্যার খবর পাওয়া গেছে।

রোববার (১৯ এপ্রিল) সকালে উপজেলার দক্ষিন রাঢ়ীখাল এলাকায় এই ঘটনা ঘটে। রোকেয়া বেগম দক্ষিন রাঢ়ীখাল গ্রামের মৃত কোরবান আলী সরকারের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সে দীর্ঘদিন যাবত অসুস্থ ছিল। বসতঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করেন। রোকেয়া বেগমের পুত্র হিরু সরকার জানান, তার মা দীর্ঘদিন যাবত যক্ষ্মা ও হাপানী রোগে ভুগছিলেন।

শ্রীনগর থানা অফিসার ইনচার্জ মো. হেদায়াতুল ইসলাম ভূঞা জানান, বৃদ্ধার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

error: দুঃখিত!