২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | দুপুর ১:৩৫
মুন্সিগঞ্জে অন্তরঙ্গ ছবি ভাইরাল করার হুমকি দেয়ায় থানায় অভিযোগ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৯ এপ্রিল, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় অষ্টম শ্রেণীর এক ছাত্রীর অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেয়ার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল রোববার (১৮ এপ্রিল) মেয়ের বাবা সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে যানা যায়, উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের পূর্ব কাকালদী গ্রামের মো: এছাক আলীর ছেলে সাইদুল ইসলাম (৩২) একই ইউনিয়নের মালখানগর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলো। একপর্যায়ে ঐ যুবক জোরপূর্বক ঐ ছাত্রীর সাথে মোবাইল ফোনে কিছু অন্তরঙ্গ ছবি ধারণ করে।

এ ছাড়া সাইদুল ইসলাম কয়েকবার মেয়ের বাড়িতে বিয়ের প্রস্তাবও পাঠিয়েছিলো। গত ১৫ এপ্রিল বেলা আড়াইটার দিকে বিয়ের প্রস্তাব দিলে ছাত্রী বিয়েতে অসম্মতি জানায়। এ সময় সাইদুল ইসলাম তার মোবাইলে থাকা অন্তরঙ্গ ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেয়ার হুমকি দেয়।

এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

error: দুঃখিত!