৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | বিকাল ৩:২৬
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে মে দিবসে প্রধানমন্ত্রীর উপহার পেলো ২ শতাধিক দুস্থ শ্রমিক
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১ মে, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মহান মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবসে মুন্সিগঞ্জে বিভিন্ন খাতের শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে মুন্সিগঞ্জ জেলা প্রশাসন।

আজ শনিবার (১ মে) সকালে মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ২ শতাধিক ক্ষতিগ্রস্থ, অসহায় ও দুস্থ শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ত্রাণ-খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো- ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ২ প্যাকেট সেমাই, ১ প্যাকেট লবণ, ১ কেজি ছোলা, ১ কেজি চিনি, ২০০ গ্রাম গুঁড়া দুধ, ১ টা সাবান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নোমান হোসেন এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও) হামিদুর রহমান, এনডিসি আশিক মাহমুদ কবির, নিবার্হী ম্যাজিস্ট্রেট ইলিয়াস শিকদার, নিবার্হী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগ শিল্পায়ন আঞ্চলিক শাখার সভাপতি আবুল কাশেম, যুগ্ন সাধারণ সম্পাদক সালাউদ্দিন পাঠান লিটন, সহ সাধারণ সম্পাদক আজাহার উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক জয়দেব সরকার, মিরকাদিম পৌর জাতীয় শ্রমিক লীগের সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক লিমন ভূইয়া, জেলা জাতীয় নির্মাণ শ্রমিক লীগের সভাপতি ওবায়দুল হক অলি প্রমুখ।

error: দুঃখিত!