মুন্সিগঞ্জ, ১ আগস্ট ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে নিজের মেয়ে শিশুকে (১০) ধর্ষণের অভিযোগ এনে বাবাকে গণধোলাই দিয়েছে স্থানীয় জনতা। পরে পুলিশ অভিযুক্তকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানা হেফাজতে রেখেছে।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার ষোলঘর এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত লিটন ভোলা জেলার চরফ্যাশন উপজেলার লেতরা শশীভূষণ এলাকার বাসিন্দা। স্ত্রীর সাথে রাগ করে এক বছর আগে শিশু মেয়েকে নিয়ে তিনি শ্রীনগরের ষোলঘরে চলে আসেন। এখানেই মেয়েকে নিয়ে উঠেন ভাড়া বাসায়।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা খান এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, আপন পিতা কর্তৃক কন্যা সন্তান ধর্ষণের অভিযোগে এলাকাবাসী ওই ব্যক্তিকে গণধোলাই দেন। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে থানা হেফাজতে রাখে। ভুক্তভোগীর মা-কে খবর দেয়া হয়েছে। ভোলা থেকে এসে তিনি মামলা দায়ের করবেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি ঘটনার দায় অস্বীকার করেছেন বলে জানান ওসি।