মুন্সিগঞ্জ, ৮ ডিসেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় ওয়ারেন্টভুক্ত আসামিকে ধরতে গিয়ে হামলার শিকার হয়েছেন গজারিয়া থানার দুই পুলিশ সদস্য। আসামির স্বজনরা এ ঘটনার সাথে জড়িত বলে স্থানীয়রা জানিয়েছেন।
আহত দুই পুলিশ সদস্য হলেন- গজারিয়া থানার সহকারি উপ-পরিদর্শক আজিজুল ইসলাম (৪৫) ও অপর কনস্টেবল (৩৫)।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ রোববার দুপুর পৌনে তিনটার দিকে ইমামপুর ইউনিয়নের মাথাভাঙ্গা গ্রামের মোজাফফর বেপারির ছেলে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আমজাদ হোসেনকে গ্রেপ্তারে সাদা পোশাকে তার বাড়িতে যান গজারিয়া থানা পুলিশের ওই দুই সদস্য।
এসময় আমজাদকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যেতে চাইলে আমজাদের সাথে তাদের ধস্তাধস্তি হয়। পরে আমজাদের ছোট ভাই শাহিন, মা খোরশেদা বেগম ও শাহিনের স্ত্রী হালিমা আক্তার পুলিশ সদস্যদের মারধর করে আমজাদকে ছিনিয়ে নিয়ে যায়।
আহত পুলিশ সদস্যরা গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আহতদের বিষয়ে তথ্য সংগ্রহে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে যোগাযোগ করা হলে ফোন রিসিভ করে অপরপ্রান্ত থেকে জানানো হয়- ‘এ বিষয়ে কিছু বলা যাবে না, নিষেধ আছে’।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, ‘একটি মামলায় আমজাদের নামে ওয়ারেন্ট ছিল। পুলিশ তাকে আটক করার জন্য গিয়েছিল। ভুল বোঝাবুঝির কারণে একটি অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়। আমাদের একজন এএসআই আজিজুল সামান্য আহত হয়েছেন। আমজাদ আগামীকাল আত্মসমর্পণ করবেন বলে জানিয়েছেন। বিষয়টি নিয়ে আপনারা কিছু না লিখলে ভালো হয়’।
গজারিয়া থানা সূত্রে জানা গেছে, উল্লেখিত আমজাদের বিরুদ্ধে অস্ত্র-মাদক, মারামারিসহ নানা ঘটনায় গজারিয়া ছাড়াও দেশের বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে।