মুন্সিগঞ্জ, ৫ সেপ্টেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে বীর উত্তম সি আর দত্ত স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে মুন্সিগঞ্জ সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে পঞ্চসারস্থ কেন্দ্রীয় শ্মশান প্রাঙ্গণে মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাবেক সভাপতি মেজর জেনারেল সিআর দত্ত বীর ঊত্তম এর প্রয়াণে শোক সভা অনুষ্ঠিত হয়।
শোক সভা শেষে আসন্ন শারদীয় দূর্গা পূজা ও সদর উপজেলার ইউনিয়ন গুলোর এবং সদর উপজেলার পূজা উদযাপন পরিষদের সম্মেলন সংক্রান্ত আলোচনা নিয়ে মুন্সিগঞ্জ সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ননী গোপাল হালদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমর কুমার ঘোষ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদ ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি অভিজিৎ দাস ববি ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক নবীন কুমার রায়।
আরো উপস্থিত ছিলেন জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও বিভিন্ন দূর্গা পূজা কমিটির কর্মকর্তাবৃন্দের মধ্যে স্বপন বিশ্বাস, উত্তম বণিক, খোকন মজুমদার, রবিন্দ্র দত্ত, দীলিপ মন্ডল, কালীদাস মন্ডল, নবকিশোর মজুমদার, সুমন বাল্মীকি, যতীন্দ্র বৈরাগী, কালিপদ হালদার, মিঠু দাস, বাপন ঘোষ, বাবু লাল মন্ডল, গৌতম বৈরাগী, স্বপন দাস প্রমুখ।
সভাটির সঞ্চালনায় ছিলো সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন মন্ডল ও প্রদীপ দাস।