মুন্সিগঞ্জ, ১৩ অক্টোবর, ২০২০, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে বিয়ের কথা বলে ধর্ষণ ও ভিডিও ধারণ করার অপরাধে মামলা দায়েরের পরে তাকে পুলিশ আটক করে।
টংগিবাড়ী উপজেলার আব্দুল্লাপুর গ্রাম হতে সোহান চোকদার (২৫) নামে ঐ ধর্ষককে গ্রেফতার করে পুলিশ। গতকাল সোমবার দুপুরে তাকে মুন্সিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকাকে (১৭) একাধিকবার ধর্ষণ করে সে।
এই ঘটনায় থানায় মামলা করা হলে প্রতারক প্রেমিক সোহান চোকদারকে রবিবার রাতে গ্রেফতার করে পুলিশ।
স্থানীয়ভাবে জানা গেছে, প্রেমিক সোহান বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার তার প্রেমিকার সাথে শারীরিক সম্পর্ক করে এবং ভিডিও ধারন করে রাখে। পরবর্তীতে মেয়েটি বিয়ের কথা বললে ধর্ষক ছেলে তাকে হুমকি ধমকি দেয়, এবং অশ্লীল ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আরো একাধিকবার ধর্ষণ করে।
পরে এ নিয়ে এলাকায় আপোষ মিমাংশার চেষ্টা চললেও ধর্ষক প্রেমিকাকে স্ত্রী হিসাবে মেনে নিতে অস্বীকার করে। পরে এই ঘটনায় গত ৮ অক্টোবর ধর্ষিতা মেয়েটি বিষ পান করে আত্মহত্যা করার চেষ্টা করে।
এ ব্যাপারে টংগিবাড়ী থানার ওসি মো: হারুন অর রশিদ বলেন, মেয়েটিকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। ধর্ষক সোহানকে গ্রেফতার করে মুন্সিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।