২৭শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | দুপুর ১২:০০
মুন্সিগঞ্জে বাসচাপায় শিক্ষার্থীর মৃত্যু, মহাসড়ক অবরোধ- বাস ভাঙচুর
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৭ সেপ্টেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় গজারিয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী শ্রাবন্তী আক্তার (১৪) নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এসময় বিক্ষুব্ধরা ৪টি বাস ভাঙচুর করে।

শনিবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত সড়কের উভয়মুখী লেনে যান চলাচল বন্ধ করে বিক্ষোভ প্রদর্শন করে শতাধিক শিক্ষার্থী।

এই প্রতিবেদন লেখার সময় বেলা সাড়ে ১১টার দিকে সড়কের ১৩ কিলোমিটার এলাকায় যানবাহনের ধীরগতি রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে নিহত স্কুল শিক্ষার্থী শ্রাবন্তী স্কুলে যাওয়ার জন্য রাস্তা পার হচ্ছিলেন। এসময় মহাসড়কের পুরান বাউশিয়া এলাকায় চট্রগ্রামমুখী লেনে স্টার লাইন পরিবহনের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ওই শিক্ষার্থীকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শ্রাবন্তী গজারিয়া সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন। তার বাড়ি চর বাউশিয়া গ্রামে।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার আল আজাদ জানান, বাসচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় বিক্ষুব্ধরা ঢাকা-ফেনি রুটে চলাচলকারী স্টার লাইন পরিবহনের ৪টি বাস ভাঙচুর করেন। মহাসড়ক অবরোধের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসারসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা ছুটে আসেন। পরে এ ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাসে সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

ওসি বলেন, অভিযুক্ত বাসটিকে জব্দের চেষ্টা করা হচ্ছে। মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।