২৭শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ১১:৪৭
মুন্সিগঞ্জে বন্ধুদের সাথে পুকুরে গোসলে নেমে প্রাণ গেল কলেজ ছাত্রের
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৭ সেপ্টেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে বন্ধুর বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে ইনতেশার ইসলাম আজবী (১৯) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরে তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

আজ শনিবার বিকালে জেলার শ্রীনগর উপজেলার পশ্চিম সিংপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আজবী ঢাকার মোহাম্বদপুর এলাকার হারুন ইসলামের ছেলে। সে চলতি বছর রাজধানী ঢাকার মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো।

স্থানীয়রা জানিয়েছেন, শিক্ষার্থী আজবী উপজেলার পশ্চিম সিংপাড়া গ্রামের বন্ধু মেহরাবের বাড়িতে বেড়াতে এসেছিলো। মেহরাব ওই গ্রামের এমএ লতিফের ছেলে। এদিন বিকাল ৩ টার দিকে মেহরাবসহ ৩ বন্ধুর সঙ্গে একই গ্রামের বাশার মিয়ার বাগান পুকুরে গোসল করতে নামে সে। এসময় আকস্মিক পানিতে ডুবে যায় শিক্ষার্থী আজবী।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, বিকাল সাড়ে ৩ টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুরের পানি থেকে শিক্ষার্থীকে উদ্ধার করেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।