৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৮:১২
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে ফার্মেসীতে ঔষধ প্রশাসনের অভিযান
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৬ ফেব্রুয়ারি, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে ফার্মেসীতে অভিযান চালিয়ে নিয়ম ভঙ্গ করায় ভ্রাম্যমাণ আদালতে দুইটি ফার্মেসীকে জরিমানা করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার সুবচনী বাজার ও চাঁদের বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করে ঔষধ প্রশাসন অধিদপ্তর, মুন্সিগঞ্জ।

ঔষধ প্রশাসন অধিদপ্তর, মুন্সিগঞ্জের সহকারী পরিচালক মাহ্বুব হোসেন ‘আমার বিক্রমপুর’ কে জানান, অভিযানের সময় সুবচনী বাজারে মেসার্স মেসার্স আওলাদ ফার্মেসী ও চাঁদের বাজার এলাকায় মেসার্স সোনালী মেডিকেল হলে দেখা যায় ফার্মাসিস্টবিহীন ঔষধের দোকান এবং বিক্রয় নিষিদ্ধ রেজিস্ট্রেশনবিহীন ও ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়ের উদ্দেশ্যে মওজুদ করে রাখা হয়েছে।

এরপর বিধি অনুযায়ী মেসার্স মেসার্স আওলাদ ফার্মেসীকে ১০ হাজার টাকা ও মেসার্স সোনালী মেডিকেল হলকে ৩ হাজার টাকা সর্বমোট ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, টংগিবাড়ী উপজেলা নির্বাহী ম্যাজস্ট্রেট ও এসি (ল্যান্ড) উছেন মে।

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!