পৌর প্রতিনিধি: একের পর এক ঘটনা ঘটিয়ে অালোচনায় থাকছেন মুন্সিগঞ্জ শহর অাওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক ওয়াহিদুজ্জামান বাবুল।
এর অাগে ছিনতাইয়ের অভিযোগে থানায় অাটকে রাখা হয়েছিলো তাকে। এরপর পূজামন্ডপে ঝামেলা বাধিয়ে বর্তমান মেয়র প্রার্থী ও জেলা অাওয়ামীলীগের সভাপতি মহিউদ্দিন পুত্র ফয়সাল বিপ্লবের মেয়ে জুয়েনা কে অাহত করেছিলেন বাবুল।
অার এবার মুন্সিগঞ্জ শহর পৌরসভা’র ৯নং ওয়ার্ড থেকে কাউন্সিলর প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বী অারেক প্রার্থী ও বর্তমান কাউন্সিলর জাকির হোসেন এর এক সমর্থককে লোকজন সহ হত্যা’র হুমকি দিয়ে পিটিয়ে অাহত করেছেন ওয়াহিদুজ্জামান বাবুল। অাহত ঐ ব্যাক্তির নাম ধ্রুব। তার পিতার নাম বাবুল তালুকদার। তিনি পাচঘড়িয়াকান্দি’র বাসিন্দা।
রাত সাড়ে ১১টা’র দিকে ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জাকির হোসেন ‘অামার বিক্রমপুর’ কে জানান, ‘অাজ সন্ধ্যার কিছু পরে ধ্রুব নামের অামার এক সমর্থককে কাউন্সিলর প্রার্থী ওয়াহিদুজ্জামান বাবুল ২০-২৫জন লোকসহ পথরোধ করে নির্বাচনের অাগে এলাকা ছেড়ে চলে যেতে বলে। অন্যথায় তাকে মেরে ফেলার হুমকি দেয় বাবুল। একপর্যায়ে তাকে মেরে রাস্তায় ফেলে যায়। পরে অামার লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অামি পুরো বিষয়টি রিটার্নিং অফিসার ও এসপি মহোদয়কে জানিয়েছি, তারা উভয়েই বিষয়টি থানায় লিখিত অভিযোগ দায়ের করতে বলেছেন।’
রাত ১২টা’র দিকে মুন্সিগঞ্জ সদর থানা’র ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) অামার বিক্রমপুর কে বলেন, ‘এরকম ঘটনা ঘটেছে কি না তদন্ত করে বলতে পারবো’
কোন অভিযোগ পেয়েছেন কি না এমন প্রশ্নের জবাবে ওসি বলেন ‘না এরকম কোন লিখিত অভিযোগ পাইনি।’
কিন্তু সাড়ে ১১টা’র দিকে জাকির হোসেন জানিয়েছিলেন তিনি অভিযোগ দায়ের করতে মুন্সিগঞ্জ সদর থানায় অবস্থান করছেন।
পরে অাজ ২৫ডিসেম্বর সকাল ১১টা’র দিকে থানায় অভিযোগ দায়েরের তথ্য নিশ্চিত হওয়া গেছে।