মুন্সিগঞ্জে পুলিশ পরিচয় দিয়ে ডাকাতি, ৬ ব্যক্তি গ্রেপ্তার
মুন্সিগঞ্জ, ৩০ অক্টোবর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ঢাকা টু মাওয়াগামী সার্ভিস লেনের উপর পুলিশ পরিচয় দিয়ে ডাকাতির ঘটনায় অভিযুক্ত ৬ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে শ্রীনগর থানা পুলিশ। এসময় একটি ওয়াকিটকি, একটি হাইস গাড়ি, লুণ্ঠিত একটি ট্রাক, ১৪টি তেলের কন্টেইনার ও ১ টি কাঠের লাঠি জব্দ করা হয়।
আজ বুধবার ভোর রাত সাড়ে ৩টার দিকে দক্ষিণ কেরাণীগঞ্জ সামছু ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনাকালে ৪ জন ও পরে তাদের দেয়া তথ্যমতে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়।
জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। পাশাপাশি গ্রেপ্তারকৃতদের আন্ত:জেলা ডাকাত দলের সদস্য বলে দাবি করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন- কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার আহুতিয়া এলাকার আব্দুর রহমানের পুত্র মোস্তফা কামাল (৪৯), কুমিল্লা জেলার হোমনা থানার কামাল মিয়ার পুত্র রাজু মিয়া (৪১), নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার পেচিয়া গ্রামের জহুরুল হকের পুত্র মো. কামরুজ্জামান (৪১), বরগুনা জেলার তালতলী থানার নিজড়ার চর এলাকার হযরত আলীর পুত্র চান মিয়া (৫৪), নরসিংদী জেলার পাড়াতলী এলাকার মৃত শহিদুল ইসলামের পুত্র ওমর ফারুক (৩৪) ও কুমিল্লা জেলার মেঘনা উপজেলার শেখেরগাও এলাকার হাবিবুর মিয়ার পুত্র আজিজুল ইসলাম (৩২)।
পুলিশ জানায়, গত ২২ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে ১৯ লাখ টাকা মূল্যের ৬০ ব্যারেল পাম তেল ট্রাকসহ লুটের শিকার হন ট্রাক চালক মো. খোরশেদ আলম (৩৮)। অভিযুক্ত ব্যক্তিরা একটি সাদা হাইচ মাইক্রোবাস নিয়ে ওয়াকিটকি প্রদর্শন করে এ ঘটনা ঘটান। পরে এ ঘটনায় গতকাল ৩০ অক্টোবর শ্রীনগর থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী।


