১৩ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১:০৪
মুন্সিগঞ্জে পুলিশ কর্মকর্তার করোনা শনাক্ত
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২ মে, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর থানায় কর্মরত এক পুলিশ কর্মকর্তার করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার (১ মে) রাত ১১টায় পুলিশ সুপার (এসপি) আব্দুল মোমেন এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সন্ধ্যার দিকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন (নিপসম) থেকে মেসেজে এই তথ্য দেওয়া হয়েছে।

এসপি জানান, ৩০ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল করোনা পরীক্ষার জন্য। তাকে বর্তমানে কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া তার কাছাকাছি যারা গেছেন তাদের সবার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে। তিনি সদর থানার যেই কক্ষে অফিস করেন সেখানে বাড়তি সুরক্ষা ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে। কীভাবে সংক্রমণ হয়েছে তা জানা যায়নি এখনও। জেলার সব থানা ও পুলিশ লাইনসে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য বলা হয়েছে।

সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুমন কুমার বণিক জানান, সন্ধ্যার দিকে নিপসম থেকে তাকে জানানো হয় তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। সাবধানে থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এখনও অফিসিয়ালি রিপোর্ট আসেনি। আগামীকাল নমুনার রিপোর্ট আসলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

এদিকে, মুন্সিগঞ্জ জেলা তথ্য অফিসার, গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুই চিকিৎসক, জেলা স্যানিটারি ইন্সপেক্টর, স্বাস্থ্যকর্মী, বিদ্যুৎকর্মীসহ শুক্রবার নতুন ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে।

error: দুঃখিত!