২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | দুপুর ২:৩০
মুন্সিগঞ্জে পুলিশ কনস্টেবলের মৃত্যু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১ ফেব্রুয়ারি, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর থানায় কর্মরত পুলিশ কনস্টেবল মুকুল চন্দ্র সূত্রধর (৫২) হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেছেন।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টা’র দিকে মুন্সিগঞ্জ সদর থানার অদূরে সুপারমার্কেট এলাকায় রাত্রিকালিন ডিউটিরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হন তিনি।

পরে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত মুকুল চন্দ্র টাঙ্গাইল জেলার সদর উপজেলার আশেদপুর এলাকার বাসিন্দা। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা সন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মুন্সিগঞ্জ পুলিশ সুপার মাহফুজুর রহমান আল মামুন তার মৃত্যুতে পুলিশের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

error: দুঃখিত!