মুন্সিগঞ্জ ১৩ নভেম্বর, ২০১৯, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের মিরেশ্বরাই গ্রাম থেকে ফেনসিডিল সহ একজনকে আটক করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, বুধবার (১৩ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশের এক বিশেষ মাদকবিরোধী অভিযানে ১১বোতল ফেন্সিডিল সহ ১জনকে আটক করা হয়।
আটক আমির হোসেন পঞ্চসার ইউনিয়নের মিরেশ্বরাইয গ্রামের মৃত সামসুদ্দিনের ছেলে।
মুন্সিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) গাজী সালাহ্ উদ্দিন ‘আমার বিক্রমপুর’ কে জানান, গ্রেফতার কৃত মোঃ আমির হোসেন কে মুন্সিগঞ্জ থানা থেকে আইনী প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।’