মুন্সিগঞ্জ, ১৪ জানুয়ারি ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরে দুষ্টামির ছলে অবৈধ পিস্তল নিয়ে নাড়াচাড়ার সময় এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
আজ রোববার সকাল সাড়ে দশটার দিকে পঞ্চসার ইউনিয়নের ডিঙাভাঙা এলাকার হাজীবাড়িতে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ মো. সোহেল (৪০) ওই এলাকার জুলহাসের পুত্র। তিনি চাই জালের ব্যবসা করতেন।
সোহেলের ছোট ভাই শাহিন জানান, সকালে চাচাতো ভাই সাগর ও প্রতিবেশী নাইমকে সাথে নিয়ে গুলি ভর্তি বিদেশী পিস্তল খেলার ছলে নাড়াচাড়া করছিলেন সোহেল। এসময় হঠাৎ গুলি বেরিয়ে সোহেলের পেটে লাগলে গুরুতর আহত হয় সে। পরে তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে সেখানে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন সোহেল।
মুুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, পিস্তল নিয়ে নাড়াচাড়ার সময় ওই ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন বলে প্রাথমিকভাবে শুনেছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। অভিযুক্তদের খুঁজে বের করার চেষ্টা চলছে।