মুন্সিগঞ্জ, ১২ ফেব্রুয়ারি ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে নিখোঁজ স্কুল ছাত্রের সন্ধানের দাবিতে মানববন্ধন থেকে সিরাজদিখান থানায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বুধবার দুপুর ১২ টার দিকে এ ঘটনা ঘটে। এই প্রতিবেদন প্রকাশের সময় দুপুর ২ টার পর্যন্ত থানার কার্যক্রম স্বাভাবিক হলেও থানা এলাকার পরিস্থিতি থমথমে রয়েছে। থানায় অবস্থান করছেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রীনগরের বেলতলী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী ও অটোচালক রোমান শেখের (১৫) সন্ধানের দাবিতে থানা গেটের সামনে দুপুরে মানববন্ধন করেন স্বজন ও সহপাঠীরা।
একপর্যায়ে ১০০-২০০ মানববন্ধনকারী থানার ভেতরে ঢুকে হামলা করেন। এসময় সেখানে থাকা পুলিশের গাড়িসহ ৪টি যানবাহন, আসবাবপত্র ও থানা ভবনের দরজা-জানালা ভাঙচুর করেন বিক্ষুব্ধরা।
গত ২১ জানুয়ারি উপজেলার কোলা ইউনিয়নের থৈরগাঁও এলাকা থেকে অটোরিকশা নিয়ে বের হন নিখোঁজ রোমান। পরে এ ঘটনায় থানায় মামলা দায়ের করে পরিবার।
পুলিশ ২ জনকে আটক করলেও রোমানের হদিস মিলেনি এখনো।
নিজের খরচ মেটাতে পড়ালেখার পাশাপাশি অটোরিকশা চালাতেন রোমান।
সিরাজদিখান সার্কেলের সহকারি পুলিশ সুপার আ ন ম ইমরান খান জানান, হামলা-ভাঙচুরে ৪টি গাড়িসহ থানার আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় তৃতীয় পক্ষের উসকানি রয়েছে কি না খতিয়ে দেখছে পুলিশ।