১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
বুধবার | দুপুর ১:০৪
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৮ অক্টোবর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে নিখোঁজ বৃদ্ধের লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ থেকে নিখোঁজ হওয়া মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ মফিজুল ইসলামকে মুন্সিগঞ্জ থেকে মৃত উদ্ধার করেছে পুলিশ।

গেল বৃহস্পতিবার (৬ অক্টোবর) রাত ১১টার দিকে মুন্সিগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়নের পানহাটা এলাকায় তার লাশ পাওয়া যায়।

অসুস্থ অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন বলে জানিয়েছে মুন্সিগঞ্জ সদর থানা পুলিশ।

বৃদ্ধ মফিজুল ইসলাম নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের এনায়েতনগর এলাকার বাসিন্দা। তার বাবা ওই এলাকার মৃত জমির আলী বলে জানা গেছে। খবর পেয়ে স্বজনরা মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গ থেকে লাশ বুঝে নিয়েছেন।

মুন্সিগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক জানান, গত ৬ অক্টোবর রাত ১১টার দিকে সদর থানাধীন রামপাল ইউনিয়নের পানহাটা গ্রামের জনৈক জাহাঙ্গীরের দোকানের সামনে অসুস্থ অবস্থায় মৃত্যু বরণ করেন ওই বৃদ্ধ। তার সাথে থাকা জাতীয় পরিচয়পত্র থেকে প্রথমে নাম পরিচয় সনাক্ত করা হয়। পরবর্তীতে ঠিকানা মোতাবেক তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে মৃতের ছবি দেখিয়ে স্বজনদের সনাক্ত ও নিশ্চিত করা হয়।

পরিবার সূত্রে জানা যায়, বৃদ্ধ মফিজুল ইসলাম মানসিক রোগী। তিনি প্রায় সময়ই বাসা থেকে অন্যত্র চলে যেতেন। কিছুদিন আগে তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের এনায়েতনগরের বাসা থেকে নিখোঁজ হন এবং মুন্সিগঞ্জে চলে আসেন। পরবর্তীতে শারীরিক অসুস্থতা ও বার্ধক্য জনিত কারণে মৃত্যু হয় মফিজুল ইসলামের।

error: দুঃখিত!