মুন্সিগঞ্জ, ৫ ডিসেম্বর, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে এক গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে রমজান মাদবর (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনার শিকার গৃহবধূর স্বামী বাদী হয়ে শ্রীনগর থানায় এ সংক্রান্ত মামলা দায়ের করলে গতকাল শনিবার (৪ ডিসেম্বর) উপজেলার বালাশুর নতুন বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, আটকের পর ঐ যুবককে মুন্সিগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।