মুন্সিগঞ্জ, ২ মে ২০২৩, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ স্কুল শিক্ষার্থী রিমনের (৯) মরদেহ দুইদিন পর আজ মঙ্গলবার সকাল সাড়ে ছয়টায় নদীতে ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুল হক জানান, গেল রবিবার (৩০ এপ্রিল) নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় রিমন। ঐদিনই নদীর তলদেশ থেকে তার সাথে ডুবে যাওয়া আমির হামজার (৮) লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
তিনি জানান, চান্দের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীতে পড়ুয়া স্কুল শিক্ষার্থী রিমন উপজেলার বালুচর ইউনিয়নের চাঁন্দেরচর এলাকার বাবুল মিয়ার ছেলে ও আমির হামজা আবদুল আউয়াল মিয়ার ছেলে। তারা দুজনে গেল রবিবার বিকালে চাঁন্দেরচর এলাকার কামাল উদ্দিন মাদবরের বাড়ির ঘাট দিয়ে ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। ঘটনার দিন রাত ৯টা ৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিস আমির হামজার লাশ উদ্ধার করলেও রিমন নিখোঁজ ছিলো।