১২ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বুধবার | সকাল ৭:৩৪
মুন্সিগঞ্জে ডোবায় মিললো নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৪ জুলাই ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে ডোবা থেকে নিখোঁজ মাদ্রাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার হয়েছে। পুলিশের ধারণা, পানিতে ডুবে মৃত্যু হয়েছে তার।

গতকাল মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলার হাসাড়া ইউনিয়নের দক্ষিণ লস্করপুর এলাকায় বাড়ির পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

গতকাল সোমবার বিকালে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে নিখোঁজ ছিলো সে।

মৃত মাদ্রাসা শিক্ষার্থী মুসা (৭) ওই এলাকার মো. মকবুল হোসেনের পুত্র।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, ‘শিশুর মরদেহে কান ও চোখের নিচে রক্ত জমাট বেঁধে আছে। ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।

তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

error: দুঃখিত!