অাজ ২৮ শে অক্টোবর-২০১৫ বিকাল ৩.৩০ মিনিটে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন সমাজ-অর্থনীতি, ইতিহাস-ঐতিহ্য, প্রত্নতত্ত্ব ও সাহিত্য সংস্কৃতি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ‘জ্ঞানপীঠ স্বদেশ গবেষণা কেন্দ্র’ প্রতিষ্ঠা করেছে। মুন্সিগঞ্জ শহরের মালপাড়ায় নির্মিত প্রতিষ্ঠানের নিজস্ব দ্বিতল ভবনে আনুষ্ঠানিক ভাবে এই গবেষণা কেন্দ্রটি উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক এমিরেটাস ড. আনিসুজ্জামান পদ্মভূষণ। সভাপতি, বাংলা একাডেমি, অতিথিবৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. রশিদ-ই-মাহবুব, বিএমএ-র সাবেক সভাপতি ও সহ-সভাপতি অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন, অধ্যাপক ড. আশা ইসলাম নাঈম, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইতিহাস সমিতি, সাইফুল হাসান বাদল, জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ, অধ্যাপক ড. সূফী মোস্তাফিজুর রহমান, বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদ, সাধারণ সম্পাদক ঐতিহ্য অন্বেষন, ও অধ্যাপক সুখেন চন্দ্র ব্যানার্জী, সাবেক অধ্যক্ষ, সরকারী হরগঙ্গা কলেজ, মুন্সীগঞ্জ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নূহ-আলম লেনিন। সভাপতি, অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন।