মুন্সিগঞ্জ, ১০ জানুয়ারি ২০২৫, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)
‘জিয়ার সৈনিক’ স্লোগান দিয়ে মুন্সিগঞ্জের শ্রীনগর থানা থেকে মারামারি মামলার এজাহারভুক্ত আসামি, উপজেলা যুবদলের সদস্য তরিকুল ইসলামকে (৪০) ছিনিয়ে নিয়ে গেছেন বিএনপি নেতাকর্মীরা। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
আজ শুক্রবার রাত দশটার দিকে এ ঘটনা ঘটে।
ঘটনাস্থলে উপস্থিত থাকা গণমাধ্যমকর্মীরা জানান, ‘জিয়ার সৈনিক’ স্লোগান দিয়ে থানা অভ্যন্তরে ঢুকে পড়েন ২০০-৩০০ লোকজন। পরে তারা স্লোগান দিতে দিতে পুলিশ হেফাজতে থাকা তরিকুলকে টেনে-হিচড়ে বীরদর্পে বের করে নিয়ে চলে যান।
সেখানে উপজেলা যুবদলের সভাপতি-সাধারণ সম্পাদক ছাড়াও স্বেচ্ছাসেবক দল-ছাত্রদল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান আসামি ছিনতাইয়ের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘কথাবার্তা চলছে, উপজেলা যুবদলের সভাপতির পক্ষ হতে আসামিকে ফিরিয়ে দেয়ার আশ্বাস পাওয়া গেছে।’