১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | রাত ৯:১০
মুন্সিগঞ্জে জাতীয় বিজ্ঞান বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১২ নভেম্বর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে বিএফএফ-সমকালের আয়োজনে জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুরে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সফিউদ্দিন মিলনায়তনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে অংশ নিয়ে বিতর্কে অংশগ্রহণকারীদের মধ্যে ক্রেস্ট ও সনদ বিতরণ করেন মুন্সিগঞ্জ পৌরসভার মেয়র ফয়সাল বিপ্লব।

বিতর্কে বজ্রযোগিনী জে কে উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও এ ভি জে এম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রানার্স আপ হয়।

শ্রেষ্ট বক্তা নির্বাচিত হন বজ্রযোগিনী জে কে উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন দলের সদস্য সুমা আক্তার।

‘কেবল বিজ্ঞানই পারে বিশ্ব শান্তির নিশ্চয়তা দিতে’ এ বিষয়টি নিয়ে চ্যাম্পিয়ন দল বিপক্ষে এবং রানার্সআপ দল পক্ষে যুক্তি-তর্ক খন্ডন করেন।

এবার মুন্সিগঞ্জ জেলায় জাতীয় বিজ্ঞান বির্তক প্রতিযোগিতায় অংশ নেওয়া বিদ্যালয় গুলো হচ্ছে- বজ্রযোগিনী জে কে উচ্চ বিদ্যালয়, কে কে গভ: ইনস্টিটিউশন, মুন্সিগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়, ইদ্রাকপুর উচ্চ বিদ্যালয়, এ ভি জে এম সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, বছিরননেছা উচ্চ বিদ্যালয়, মুন্সিগঞ্জ বহুমুখি উচ্চ বিদ্যালয় ও রিকাবি বাজার বালিকা উচ্চ বিদ্যালয়।

বির্তক প্রতিযোগিতার উদ্বোধন করেন, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন।

এতে বিচারকের দায়িত্ব পালন করেন, এটিএন নিউজের যুগ্ন বার্তা সম্পাদক সাহাদাত রানা, প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাডভোকেট সুজন হায়দান জনি, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ খোকা ও আরটিভির জেলা প্রতিনিধি শেখ মো. শিমুল।

সমকালের পাঠক সংগঠন সুহৃদ সমাবেশের জেলা কমিটির সভাপতি নাট্যকার জাহাঙ্গির আলম ঢালীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, দৈনিক সমকালের মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি ও প্রতিযোগিতার সমন্বয়ক কাজী সাব্বির আহমেদ দীপু।

error: দুঃখিত!