মুন্সিগঞ্জ, ২ ডিসেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে জমিজমা নিয়ে দ্বন্দের জেরে সিঙ্গাপুর প্রবাসী রমজান মুন্সীকে (৪০) খুন করে হাত-পা বেঁধে বস্তায় ভরে খালে ফেলে দেয়া হয়। এ ঘটনায় প্রধান অভিযুক্তসহ জড়িত ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার ভোরে শ্রীনগর ও গতকাল রোববার দিবাগত রাতে ঢাকার কমদতলিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- শ্রীনগর দেউলভোগ গ্রামের কানু খানের ছেলে ওয়াসিম খান (৩৮), একই গ্রামের মো. হুমায়ুনের ছেলে মো. রনি (৩৫) ও পূর্ব হরপাড়া গ্রামের মফিজ প্রধানের ছেলে শাহীন প্রধান (৩৬)।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরী গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ বিষয়ে আগামীকাল প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাতে ঢাকার কদমতলি এলাকায় অভিযান চালিয়ে হত্যার মূল পরিকল্পনাকারী ওয়াসিমকে গ্রেপ্তার করে পুলিশ। তার স্বীকারোক্তির ভিত্তিতে আজ সোমবার ভোরে উপজেলার হরপাড়া গ্রামে অভিযান চালিয়ে শাহীন প্রধান ও দেউলভোগ গ্রামে অভিযান চালিয়ে মো. রনিকে গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত: গত বুধবার (২৭ নভেম্বর) দুপুরে শ্রীনগর উপজেলার গাদিঘাট গ্রামের দেউলভোগ খাল থেকে নিখোঁজ প্রবাসী রমজানের হাত-পা বাঁধা বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের সিরাজুল মুন্সীর ছেলে। সোমবার (২৫ নভেম্বর) সকালে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন ওই প্রবাসী। পরদিন তার সিঙ্গাপুরে ফিরে যাওয়ার কথা ছিলো।
এ ঘটনায় গত শুক্রবার (২৯ নভেম্বর) নিহতের স্ত্রী নাজমা বেগম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে শ্রীনগর থানায় মামলা দায়ের করেন।