১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | দুপুর ১২:১৫
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে ছাত্রদলের মিছিলে পুলিশের বাধা
খবরটি শেয়ার করুন:

মৃুুন্সিগঞ্জ, ২৪ মে, ২০২২, শহর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি ও কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবনের উপর পুলিশি হামলার প্রতিবাদে প্রতিবাদ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা ছাত্রদল।

আজ মঙ্গলবার (২৪ মে) সকাল সাড়ে নয়টার দিকে মুন্সিগঞ্জ জেলা শহরের সুপার মার্কেট চত্বরে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

জেলা ছাত্রদলের সভাপতি মোজাম্মেল হক মুন্না জানান, ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মুন্সিগঞ্জ জেলা ছাত্রদল শহরের খালইস্ট এলাকা থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে। মিছিলটি প্রেসক্লাবের সামনে আসলে পুলিশ বাধা দেয়। পরে সেই বাধা উপেক্ষা করে নেতাকর্মীরা জেলা বিএনপির কার্যালয়ের সামনে জড়ো হয়। সে সময় ছাত্রদলের নেতাকর্মীরা বক্তব্য দিতে গেলে পুলিশ লাঠিচার্জ করে। এতে ছাত্রদলের সভাপতিসহ তিনজন নেতাকর্মী আহত হয়। পরে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।

মুন্সিগঞ্জ সদর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, ছাত্রদলের নেতাকর্মীরা সড়কে যান চলাচলে বাঁধা সৃষ্টি করার চেষ্টা করলে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়া হয়। লাঠিচার্জের দাবি সত্য নয়।

error: দুঃখিত!