১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৪:৪৯
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে গভীর রাতে নৌকার অস্থায়ী ক্যাম্প বিনষ্ট
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২০ ডিসেম্বর ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে গভীর রাতে নৌকা প্রতীকের প্রচারণার অস্থায়ী নির্বাচনী ক্যাম্প বিনষ্ট ও সাউন্ড সিষ্টেম চুরির অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হোগলাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

ক্যাম্প পরিচালনার দায়িত্বে থাকা কর্মী-সমর্থকদের দাবি, বুধবার (২০ ডিসেম্বর) সকালে তৃতীয় দিনের মতো নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু করতে গেলে দেখা যায় ভেঙে ফেলা হয়েছে অস্থায়ীভাবে তৈরি করা ক্যাম্পের বিভিন্ন অংশ। এছাড়া পোস্টার ব্যানারসহ ছিঁড়ে ফেলা হয়েছে নৌকা প্রতীকের সাইনবোর্ড। ক্যাম্পের ইলেকট্রিক লাইন কেটে দিয়ে সরিয়ে ফেলা হয়েছে প্রচারণার কাজে ব্যবহৃত সাউন্ড বক্স ও মাইক।

ক্যাম্পটির পরিচালনার দায়িত্বে থাকা ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মিলন ফকিরের অভিযোগ, মুন্সিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. ফয়সাল বিপ্লবের সমর্থকরা গভীর রাতে এ ঘটনা ঘটিয়েছে।

ওসি আমিনুল ইসলাম জানান, নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের নির্বাচনী প্রচারণার ক্যাম্প ভাঙচুরের ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে তদন্ত করছে পুলিশ। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

error: দুঃখিত!