২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ২:৩১
মুন্সিগঞ্জে খালা বাড়ি বেরাতে এসে প্রাণ গেছে মাহিমের
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৩ ডিসেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়নের পাইকপাড়ায় খালার বাড়িতে বেড়াতে এসে অজ্ঞাত যানবাহনের ধাক্কায় মাহিম (৮) নামের এক শিশুর প্রাণ গেছে।

আজ সোমবার বিকাল সাড়ে ৩ টার দিকে মুক্তারপুর-ছনবাড়ি সড়কের আব্দুল্লাহপুর পাইকপাড়া এলাকায় রাস্তা পারাপারের সময় শিশু মাহিমকে যাত্রীবাহী অজ্ঞাত গাড়ি চাপা দিয়ে চলে যায়।

পরে গুরুতর আহত অবস্থায় ওই শিশুকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মাহিম তার খালার বাড়িতে বেরাতে এসেছিলেন। সে আব্দুল্লাহপুর এলাকার মোহাম্মদ মাসুম মিয়ার ছেলে।

অপরদিকে একই সময় সড়কের হাটকান এলাকায় দুই অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে নুরুন্নবী (৩) নামের এক শিশুসহ আহত হয় দুইজন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা: আতাউল করিম নিহত ও আহতদের তথ্য নিশ্চিত করেন।

শিশু নিহতের ঘটনাটি খতিয়ে দেখে পরিবারের অভিযোগ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থার কথা জানিয়েছেন টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিদুল ইসলাম।

error: দুঃখিত!