মুন্সিগঞ্জ, ৭ সেপ্টেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে কাগজের কার্টনের ভেতরে মিললো ছেলে নবজাতকের মরদেহ
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের কবুতর খোলা এলাকায় কাগজের কার্টনের ভেতর থেকে ছেলে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের ধারণা, বাচ্চাটির জন্ম খুব বেশিদিন আগের নয়।
আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কবুতরখোলা গ্রামের বড় মসজিদের সামনে একটি বাক্স দেখতে পেয়ে সেটি খুলে দেখেন স্থানীয়রা। পরে বাক্সের ভেতরে পলিথিনে মোড়ানো ও ডায়াপার পরা অবস্থায় ওই শিশুর মরদেহ দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেন।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান জানান, মরদেহটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে। ধারণা করছি- বাচ্চাটি অল্প কয়েকদিনের মধ্যেই পৃথিবীতে এসেছিলো।
তিনি বলেন, ঘটনা উদঘাটনের চেষ্টা করা হচ্ছে। শেষ পর্যন্ত কোন কুলকিনারা না পাওয়া গেলে বেওয়ারিশ হিসাবে দাফন করার জন্য আঞ্জুমান মুফিদুলের কাছে অথবা প্রশাসনের উদ্যোগে দাফনের ব্যবস্থা করা হবে।