২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ৬:৫৩
মুন্সিগঞ্জে কাউন্সিলর প্রার্থী পেটালেন অা.লীগের মেয়রপ্রার্থীকে
খবরটি শেয়ার করুন:

মুন্সীগঞ্জ পৌরসভার পিটিআই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কাউন্সিলর প্রার্থী মকবুল হোসেন পেটালেন আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে।

বুধবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, কেন্দ্রের বাইরে আওয়ামী লীগের বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী মকবুল হোসেনের সঙ্গে আওয়ামী লীগ সমর্থিত মেয়রপ্রার্থী হাজি মোহাম্মদ ফয়সাল বিপ্লবের বাক-বিতণ্ডা হয়। এসময় কাউন্সিলর প্রার্থী মকবুল নিজেই লাথি, ঘুষি মারতে থাকেন মেয়রপ্রার্থী ফয়সালকে।

এ ঘটনায় পরে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে মকবুলের নেতৃত্বে গুলি ছোড়া হয়। এতে দু’জন গুলিবিদ্ধ হন। পরে নিক্ষেপ করা হয় ককটেল।

এসময় মেয়র প্রার্থী হাজী মোহাম্মদ ফয়সালের প্রাইভেটকারও ভাঙচুর করা হয়।

তবে ভোটগ্রহণ স্বাভাবিক রয়েছে। পুলিশ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।

সদর থ‍ানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী বিষয়টি জানান।

error: দুঃখিত!