১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | ভোর ৫:০৩
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে কলেজ শিক্ষকের উপর হামলা: কিশোর গ্যাং নির্মুলের দাবিতে মানববন্ধন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২১ মে, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ কলেজের প্রভাষক ও কো-অর্ডিনেটর আবুল হাসান রোমানের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে মুন্সিগঞ্জ থেকে কিশোর গ্যাং নির্মুলের দাবিতে মানববন্ধন করেছেন সাধারণ ছাত্র-ছাত্রী, শিক্ষক ও সচেতন নাগরিক।

গতকাল বৃহস্পতিবার (২১ মে) সকালে মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে শিক্ষক রোমানের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

এসময় বক্তব্য রাখেন, মুন্সিগঞ্জ জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক শাহজাহান গাজী, নারী নেত্রী ও উদীচী শিল্পীগোষ্ঠী মুন্সিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক হামিদা খাতুন, মুন্সিগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র সোহেল রানা রানু, বাংলাদেশ স্কাউটসের জাতীয় উপ-কমিশনার মো. জুনায়েদ, মুন্সিগঞ্জ নাগরিক সমন্বয় পরিষদের আহ্বায়ক এডভোকেট সুজন হায়দার জনি, নাট্যকার জাহাঙ্গীর আলম ঢালী, মুন্সিগঞ্জ পৌরসভার কাউন্সিলর আবু সাত্তার মুন্সীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

উল্লেখ্য, সোমবার কলেজ থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে একদল বখাটে সন্ত্রাসী প্রভাষক আবুল হাসান রোমানের উপর হামলা করে তাকে গুরুতর আহত করে। পরে তাকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় মুন্সিগঞ্জের সুশীল সমাজে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়

error: দুঃখিত!