মুন্সিগঞ্জ, ৯ মার্চ ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে টিনের ঘরের চাল থেকে কবুতরের বাচ্চা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কুয়েত প্রবাসীর স্কুল পড়ুয়া ছেলের মৃত্যু হয়েছে।
আজ সোমবার দুপুরে বয়রাগাদি ইউনিয়নের ভুইরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ফয়সাল দেওয়ান (১১) ভুইরা গ্রামের কুয়েত প্রবাসী মো. ফারুক দেওয়ানের ছেলে। সে ভুইরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করতো।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ফয়সাল কবুতরের বাচ্চা আনতে ঘরের টিনের চালায় উঠলে অসাবধানতাবশত বিদ্যুতের তার স্পর্শ করলে মুহুর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে এসে উদ্ধার করে উপজেলার মালখানগর ব্যাংক এশিয়া মা আমিরান হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভুইরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘ফয়সাল অত্যন্ত মেধাবী ছাত্র ছিল, তার এভাবে চলে যাওয়াটা খুবই দুঃখজনক।’
সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন বলেন, নিহতের পরিবারের অভিযোগ না থাকায় পারিবারিকভাবে স্কুলছাত্রের মরদেহ দাফন সম্পন্ন করা হয়েছে।