মুন্সিগঞ্জ, ৩০ নভেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে একসাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মা ও ছেলে। ঘটনাটি জেলার টংগিবাড়ী উপজেলার হাসাইল বানারি ইউনিয়নের।
ওই এলাকার পারুল দাস (৪৫) ও তার ছেলে বিমল দাস (২৮) হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
গতকাল শুক্রবার (২৯ নভেম্বর) হাসাইল কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মুফতি ইমরান বিন ইলিয়াসের কাছে স্বেচ্ছায় কালেমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন ওই দুই ব্যক্তি।
বর্তমানে পারুল দাস নিজেকে পরিচয় দিচ্ছেন মরিয়ম বেগম নামে ও তার ছেলে বিমল দাস আব্দুল্লাহ নামে।
এ প্রসঙ্গে মরিয়ম বেগম বলেন, ‘আমি দীর্ঘদিন ধরে মুসলমান সম্প্রদায়ের সংস্পর্শে এসে ইসলাম ধর্ম সম্পর্কে জানতে পারি। এছাড়া বিভিন্ন ইসলামিক স্কলারদের ওয়াজ শুনে বুঝতে পারি, ইসলাম পৃথিবীর একমাত্র শান্তির ধর্ম। আমি অনুধাবন করতে পেরেছি, একমাত্র ইসলামই সেরা ধর্ম, যা পরকালে মুক্তির সন্ধান দিতে পারে। আমি ও আমার ছেলে নিজেদের সিদ্ধান্তে হিন্দু ধর্ম ত্যাগ করে কালেমা পড়ে মহাপবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করি।’
এদিন হাসাইল বানারি ইউপি চেয়ারম্যান মো. নুরুজ্জামান দেওয়ান তার ব্যক্তিগত তহবিল থেকে মরিয়ম বেগমকে ৫ হাজার টাকা এবং হাসাইল বানারি ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মো. খোকন বেপারী ৩০ কেজি চাল প্রদান করেন।
বিএনপি নেতা খোকন বেপারি বলেন, ‘যেহেতু সে নিজ ইচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তাই হয়তো তার পূর্বের পরিবার তাকে আর্থিকভাবে সহায়তা করবে না। সেই চিন্তা থেকে আমরা মরিয়ম বেগমকে সহায়তা দিয়েছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও এই পরিবারটির পাশে থাকার চেষ্টা করবো।’