মুন্সিগঞ্জ, ৪ জুন ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে লক্ষাধিক শিক্ষার্থীর মাঝে জনসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে জেলার ৭টি থানার ৭৪টি বিটের ৯৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বিশেষ অ্যাস্যামব্লি কর্মসূচি পালন করেছে জেলা পুলিশ।
পুলিশ সুপার মাহফুজুর রহমান আল-মামুনের আহবানে রোববার জেলার ৭টি থানা, ২টি পৌরসভা ও ৬৮টি ইউনিয়নের ৭৪টি বিটের পুুলিশ অফিসাররা স্ব-শরীরে উপস্থিত হয়ে ৯৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে এই কর্মসূচি বাস্তবায়ন করেন।
এসময় পুলিশ সদস্যরা পুলিশ সুপারের নির্দেশনা মোতাবেক তাদের বক্তব্যে পিতামাতা ও গুরুজনদের প্রতি শ্রদ্ধাবোধ, স্মার্টফোন ব্যবহারে সতর্কতা, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা, মাদক ও জঙ্গীবাদ বিরোধী সচেতনতা এবং প্রত্যেক শিক্ষার্থীকে সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা ও সূর্যাস্তের পূর্বে ঘরে ফেরার অভ্যাস গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করেন।
প্রতিমাসে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জেলা পুলিশ মুন্সিগঞ্জ এধরনের কর্মসূচি আয়োজন করবে বলে জানানো হয়েছে।