মুন্সিগঞ্জ, ২ ডিসেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় আজ রোববার দুইটি ইটভাটায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় আইন অমান্যর দায়ে দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয় ওই দুই প্রতিষ্ঠান থেকে।
আজ সোমবার উপজেলার ভাটেরচর এলাকায় অবস্থিত নামবিহীন ওই দুই ইটভাটায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মামুন শরীফের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
এ বিষয়ে তিনি জানান, নির্দিষ্ট আইন না মেনে ও সঠিক জ্বালানী ব্যবহার না করায় ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন’-এ দুইটি পৃথক মামলায় একটি প্রতিষ্ঠানকে এক লাখ ও অপরটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।