মুন্সিগঞ্জ, ৪ ডিসেম্বর, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় চাঁদাবাজি সহ একাধিক মামলার আসামী বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান জুয়েলের নির্দেশে এক সাংবাদিকের উপর হামলার ঘটনা ঘটেছে।
এ ঘটনার পর অভিযুক্ত জুয়েল চেয়ারম্যান পালিয়েছে। তাকে ও তার সহযোগীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আজ শুক্রবার (৪ ডিসেম্বর) জুমার নামাজের পড়তে গিয়ে মসজিদের ভেতরেই এ হামলার শীকার হন বিজয় টিভির জেলা প্রতিনিধি আমিরুল ইসলাম নয়ন (৩৮)।
এসময় হামলাকারীদের বাধা দিতে গিয়ে তার শ্যালক সাদ্দাম হোসেন ও শ্বশুর ওয়ারেন্ট অফিসার (অব.) কামাল প্রধান আহত হন।
আহতদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক আমিরুল ইসলাম নয়ন ও তার শ্যালক সাদ্দাম হোসেনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার পরামর্শ দিয়ে ঢাকা পাঠিয়েছে।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা.কামরুন নাহার জানান, আমিরুল ইসলাম নয়নের ডান পায়ে ধারালো অস্ত্রের আঘাত ও মাথায় শক্ত কিছু দিয়ে আঘাত করা হয়েছে। অন্যদিকে তার শ্যালক ও তার শশুরের গায়ে বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
আহত আমরুল ইসলাম নয়ন ও ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, বালুয়াকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুজ্জামান জুয়েলের অনুসারীদের বিরুদ্ধে সম্প্রতি পত্রিকায় রিপোর্ট করার জের ধরে শহীদুজ্জামান জুয়েল ও তার অনুসারীরা তার উপর ক্ষিপ্ত ছিল।
এই ঘটনার জের ধরে আজ শুক্রবার গজারিয়া উপজেলার বালুয়াকান্দি উত্তরপাড়া জামে মসজিদের আজ জুম্মার নামাজ পড়তে গেলে খুতবা চলাকালীন সময়ে মসজিদের ভেতরে ঢুকে তার ওপর হামলা চালায় জুয়েল চেয়ারম্যানের লোকজন।
জুয়েল চেয়ারম্যানের নির্দেশ তার দুই ভাই মন্টু ও সেন্টু ও ভাগিনা রুবেল,বাবু ও সহযোগী সুজন, মেহেদী, মাসুম, রাসেল, সুমন, সালাম, গাফফার সহ ২০/২৫জন তার উপর হামলা চালায়।
এসময় তারা ধারালো অস্ত্র, রড ও ইট দিয়ে তাকে পিটিয়ে আহত করে। এসময় তার শ্যালক ওর শ্বশুর তাদের বাধা দিতে গেলে তাদের উপর হামলা চালায় সন্ত্রাসীরা। পরে মুসল্লীরা তাদের উদ্ধার করে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
এদিকে এ ঘটনায় নিন্দা জানিয়েছেন মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাছির উদ্দিন উজ্জ্বল সহ মুন্সিগঞ্জের সাংবাদিক মহল। তারা আসামীদের ধরতে পুলিশের দ্রুত পদক্ষেপ দেখতে চেয়েছেন।
সাংবাদিকের উপর হামলা বিষয়ে জানতে চাইলে মুন্সিগঞ্জ-গজারিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান ‘আমার বিক্রমপুর’ কে জানান, জড়িতদের আটকে অভিযান পরিচালনা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
নানা কর্মকান্ডে আলোচিত-সমালোচিত শহীদুজ্জামান জুয়েল চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজি, মারামারি সহ বিভিন্ন অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া তার ভাই মন্টুর বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ প্রকাশ্যে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে।