মুন্সিগঞ্জ ৩ নভেম্বর, ২০১৯, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক পক্ষের হামলায় মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও দশজন। ঘটনাস্থল থেকে পুলিশ চারজনকে আটক ও নয়টি ককটেল উদ্ধার করেছে।
শনিবার (২ নভেম্বর) দুপুরে ইমামপুর ইউনিয়নের ষোলআনি গ্রামে এ ঘটনা ঘটে।
গুলিবদ্ধ দুই সহোদর আহসান বেপারী, শহীদ বেপারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া গুলিবিদ্ধ জাহিদ হাসান, শাহ পরাণ, রুকু দেওয়ানসহ আহতদের গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনাস্থল থেকে গজারিয়া থানা পুলিশ ষোলআনি গ্রামের নাহিদ আহমেদ বাবু, পারভেজ, মো. সেলিম ও ইমামপুর গ্রামের মো. মুরসালিন নামের চারজনকে আটক করেছে। এছাড়া ৯টি ককটেল উদ্ধার করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ষোলআনি গ্রামের সবুজ দেওয়ানের ও প্রতিপক্ষ শাহ আলম মেম্বার, রায়হান ও ইমামপুর গ্রামের ভাগিনা রাসেল গ্রুপের মধ্যে পূর্বে দ্বন্দ্ব চলে আসছিলো।
বেলা ১১টার দিকে সবুজ দেওয়ানের বাড়িতে সশস্ত্র হামলা চালায় শাহ আলম মেম্বার, রায়হান ও ভাগিনা রাসেল গ্রুপের লোকজন। এসময় তারা ককটেল বিস্ফোরণ ও বাড়িঘর ভাংচুর ও ককপেল বিস্ফোরণ ঘটায়। এসময় পাঁচজন গুলিবিদ্ধ ও প্রায় ১০জনের মতো আহত হয়।
হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। হামলার বিষয়ে উভয়পক্ষের কারোরই কোনও বক্তব্য পাওয়া যায়নি।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামলার ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধার ও হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।