২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | সকাল ১০:৩৮
মুন্সিগঞ্জে আগুনে বসতঘর হারালেন কাইয়ুম
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২ ডিসেম্বর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়ায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে কাইয়ুম প্রধান নামে এক ব্যবসায়ীর বসতঘর।

আজ রোববার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা  গ্রামের প্রধান বাড়িতে এ ঘটনা ঘটে। এতে অন্তত ১৬-১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা দাবি করেছেন।

তাদের দাবি, পূর্ব শত্রুতার জেরে ইচ্ছাকৃতভাবে অগ্নিসংযোগ করা হয়েছে।

এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার জানায়, তেতৈতলা গ্রামের আমিরুল ইসলামের ছেলে কাইয়ুম প্রধানের বসত ঘরে রাত আড়াইটার দিকে আগুন লাগে। স্থানীয়রা নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়ে গজারিয়া ফায়ার সার্ভিসকে খবর দেয়।

কাইয়ুম প্রধানের স্ত্রী শামীমা জাহান অভিযোগ করে বলেন, স্বামী কাইয়ুম প্রধান ৬ থেকে ৭ বছর ধরে ঢাকায় রয়েছেন। প্রতি শুক্রবার তারা স্বামীর বাড়িতে আসেন। ঘরে গ্যাস ও বিদ্যুৎ এর সংযোগ ছিলো না। শুক্রবার ঘরে তালা বন্ধ করে ঢাকায় ফিরে আসেন তারা। রোববার রাত ৩টার দিকে খবর আসে অগ্নিকাণ্ডের।

গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিফাত মল্লিক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আধা ঘন্টান চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আসে। আগুনের সূত্রপাত কোথা থেকে ঘটেছে সেটি ঘতিয়ে দেখা হচ্ছে।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় কেউই অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

error: দুঃখিত!