১১ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ৩:২৫
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে আইনজীবীদের সহকারিদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১০ মে ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

করোনা সংকটে সাময়িক কর্মহীন মুন্সিগঞ্জের আইনজীবীদের সহকারি (মুহুরি) দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (১০ মে) এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এসময় মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের নির্দেশে ও শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন কল্লোলের সহযোগিতায় চাল, তেল, ডাল সহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

মুন্সিগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে আইনজীবীদের মুহুরীদের মাঝে এসব খাদ্যসামগ্রী হস্তান্তর করেন জেলা যুব মহিলা লীগের আহবায়ক ও জেলা পরিষদের সদস্য মোরশেদা বেগম লিপি।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহিন মোঃ আমানুল্লাহ, পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর ফরহাদ হোসেন আবির প্রমুখ।

error: দুঃখিত!