মুন্সিগঞ্জ, ১১ জুন, ২০২১, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)
বাড়ি হতে অটোরিকশা নিয়ে ভাড়ায় চালানোর উদ্দেশ্যে বের হয়ে আর বাড়িতে ফিরেনি আনোয়ার হোসেন (৩৯)। সে মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার আবদুল্লাপুর গ্রামের মো. রশিদ সেখের ছেলে।
এ ব্যাপারে আনোয়ার এর স্ত্রী চায়না বাদী হয়ে আজ শুক্রবার (১১ জুন) বেলা ১২টার দিকে টংগিবাড়ী থানায় একটি নিখোজঁ ডায়েরি করেছেন।
আনোয়ার এর স্ত্রী চায়না বেগম জানান, আমার স্বামী অটো চালক। কিস্তিতে একটি অটো কিনে দিয়েছি। আটোটি নিয়ে বৃহস্পতিবার সাড়ে ৩টার দিকে বাড়ি হতে বের হয় তারপর আর বাড়িতে ফেরেনি। অনেক খুজেঁও তাকে পাচ্ছিনা। আমার একটি মেয়ে আছে ওর নাম আতিকা। ও মাদ্রাসায় পরে। আমার ভিটে বাড়ি ছাড়া কিছুই নাই । স্বামী অটো চালাইয়া সংসার চালাইতো এখোন স্বামীকেও পাচ্ছিনা।
আনোয়ার এর বাবা রশিদ সেখ কান্নায় ভেঙ্গে পরে বলেন, আমি গরিব মানুষ। পোলাপাইন গুলি গাড়ি চালায় খায়। আমার ছেলে গাড়ি নিয়ে বাড়ি না ফিরা পর্যন্ত আমি ঘুমাইনা। কালকে ছেলে বাড়ি ফেরার অপেক্ষায় রাত দুইটা পর্যন্ত জেগে ছিলাম। পরে দেখি ও আর বাড়িতে ফিরে আসে না। তারপর হতে ছেলেকে খুজঁছি। খুজেঁ পাচ্ছিনা।
তার কোন সন্ধান পেলে ০১৭৮৭০৫০২২৬ এই নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ করেছে তার পরিবার।