মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলায় অটোরিকশার চাকার সাথে ওড়না পেঁচিয়ে রেনু বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার বেলা ২টায় উপজেলার টংগিবাড়ী-কালিবাড়ি সংযোগ সড়কের ধীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রেনু বেগম উপজেলার রাউৎভোগ গ্রামের জালাল শেখের স্ত্রী।
স্থানীয় ও নিহতের আত্মীয় নাহিদ রেজা জানান, দুপুরে অটোরিকশা যোগে রাউৎভোগ থেকে টংগিবাড়ী যাচ্ছিলেন রেনু বেগম। পথে তার গায়ে থাকা ওড়না অটোরিকশার চাকার সাথে পেঁচিয়ে যায়। এসময় সে আত্মচিৎকার করলে পথচারীরা অটোরিকশাটি থামায়। তাৎক্ষনিক স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে টংগিবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
টংগিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মোহাম্মদ আওলাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে ঘটনাটি জানতে পেরেছি, থানায় কেউ আসেনি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।