১৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | সকাল ৯:৫২
মুন্সিগঞ্জের ২৫ নারী ‘ই-কমার্স প্রফেশনাল’ পেলেন নতুন ল্যাপটপ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৪ মে ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের ২৫ জন নারী ‘ই-কমার্স প্রফেশনাল’ হার পাওয়ার প্রকল্প’র আওতায় নতুন ল্যাপটপ পেয়েছেন।

আজ বুধবার বিকালে জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এক কর্মশালা শেষে অনুষ্ঠানের প্রধান আলোচক জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত ওই নারীদের হাতে ল্যাপটপ তুলে দেন।

এসময় জেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, মুন্সিগঞ্জের আয়োজনে হার পাওয়ার প্রকল্প (Her Power Project) এর স্থানীয় পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রকল্পের আওতায় গৃহীত কার্যক্রম সংক্রান্ত আলোচনা হয় এবং প্রকল্প হতে প্রশিক্ষণপ্রাপ্ত নারীরা তাদের অভিজ্ঞতা প্রকাশ করেন।

কর্মশালার সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. মাহমুদুর রহমান খোন্দকার।

জেলা প্রশাসক তাঁর বক্তব্যে নারীদের উন্নয়ন কার্যক্রমে অংশগ্রহণ, প্রযুক্তির ব্যবহার করে আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক স্বাধীনতা অর্জনে গুরুত্বারোপ করেন।