মুন্সিগঞ্জ, ১১ জানুয়ারি ২০২৫, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে গজারিয়ায় কালিপুরা এলাকায় মেঘনা নদীতে স্পিডবোটের সাথে অজ্ঞাত যানের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ জানান, শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে নদীতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পরে নাঈম (৩০), ওয়াদুদ মন্ডল (৪০) ও অজ্ঞাত আরেক যুবক।
তিনি জানান, প্রাথমিকভাবে ঘটনাটি স্পিডবোটের সাথে বাল্কহেডের সংঘর্ষ মনে হলেও প্রকৃত ঘটনা উদঘাটনে কাজ করছে নৌ-পুলিশ।
প্রসঙ্গত; নিহত ওয়াদুদ মন্ডল মেঘনা নদীতে ডাকাতির ঘটনায় অভিযুক্ত আলোচিত পিয়াসের ভাই।
মরদেহগুলি উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানান ওসি।