মুন্সিগঞ্জ, ১১ জানুয়ারি ২০২৫, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে গজারিয়ায় কালিপুরা এলাকায় মেঘনা নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ জানান, শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তারা। পরে বাবুল (৩৫) নামে একজনের মরদেহ দেখতে পান।
অপর নিহত ওয়াদুদ মন্ডলের (৪০) মরদেহ পুলিশ আসার আগেই নিয়ে যান সাথে থাকা লোকজন।
ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় আরও একজনকে উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি। তবে তিনি কথা বলতে পারছেন না।
ওসি জানান, প্রাথমিকভাবে ঘটনাটি দুই স্পিডবোটের সংঘর্ষ মনে হলেও প্রকৃত ঘটনা উদঘাটনে নৌ-পুলিশকে খবর দেয়া হয়েছে। এ ঘটনায় তারাই পরবর্তী আইনগত ব্যবস্থা নিবে।
প্রসঙ্গত; নিহত ওয়াদুদ মন্ডল মেঘনা নদীতে ডাকাতির ঘটনায় অভিযুক্ত পিয়াসের ভাই।
মরদেহ উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হবে বলে জানান ওসি।