২৮শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ১২:২৪
মুন্সিগঞ্জের কালিরচরে অবৈধ বালু তোলার সময় অভিযান, আড়াই লাখ টাকা জরিমানা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৪ সেপ্টেম্বর ২০২৫, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মেঘনা নদীর মুন্সিগঞ্জ সদরের আধারা ইউনিয়নের কালিরচর এলাকায় অবৈধভাবে বালু তোলার সময় অভিযান পরিচালনা করে আড়াই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার দুপুরে এলাকাটিতে অভিযান পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যজিস্ট্রেট মাহবুবুর রহমান।

তিনি জানান, অভিযান পরিচালনাকালে দেখা যায় ইজারা বহির্ভুত এলাকায় একটি চক্র বালু কাটছে। এসময় বালু উত্তোলনের বাল্কহেডে থাকা মো. পলাশকে দেড় লাখ লাখ টাকা ও মো. মিরাজকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পরে তারা জরিমানার অর্থ পরিশোধ করেন।

প্রসঙ্গত; গত কয়েকমাস ধরে আধারা ইউনিয়নের কালিরচর এলাকায় নদীর তীর ঘেষে অবৈধভাবে বালু উত্তোলন চলছে। এর আগেও এলাকাটিতে একাধিক অভিযান করে প্রশাসন। কিন্তু এরপরও এলাকাটিতে অবৈধভাবে বালু উত্তোলন থামছে না। বিষয়টি নিয়ে একাধিকবার সংবাদ প্রকাশ করে আমার বিক্রমপুর।