৬ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | সন্ধ্যা ৬:২৭
মুন্সিগঞ্জের আজকের করোনাভাইরাস আপডেট
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৫ সেপ্টেম্বর, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে করোনাভাইরাসে সর্বশেষ আক্রান্ত রোগীর সংখ্যা ৩২৭৭ জন। আজ নতুন জানা গেছে আরও ৮জন আক্রান্ত হয়েছেন।

নতুন আক্রান্তদের মধ্যে, মুন্সিগঞ্জ সদর উপজেলার ২ জন, শ্রীনগর উপজেলার ৪ জন ও গজারিয়া উপজেলার ২ জন।

মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ শনিবার (৫ সেপ্টেম্বর) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন।

মুন্সিগঞ্জে করোনা আক্রান্তের সর্বশেষ চিত্র- শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০ইং

উপজেলাআক্রান্তমৃত্যুসুস্থ
মুন্সিগঞ্জ সদর১৪৬৬৩৩১২১২
গজারিয়া৩৪২৩০৭
টংগিবাড়ী২৭৪২৩২
লৌহজং৩৮৩৩৬৬
সিরাজদিখান৫২৮৪৪১
শ্রীনগর২৮৪২৪৫
 সর্বমোট- ৩২৭৭সর্বমোট- ৬৬সর্বমোট- ২৮০৩
সূত্রঃ সিভিল সার্জন, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জ থেকে আজ পর্যন্ত (৫ সেপ্টেম্বর) ১৫২৭৪ জনের শরীর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ১৪৯৮৪ জনের রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত ৩২৭৭, মৃত ৬৬, সুস্থ ২৮০৩ জন। রেজাল্ট এখনো পাওয়া যায়নি ২৯০ জনের।

error: দুঃখিত!