মুক্তারপুর সেতুর গোড়ায় ভেসে এলো অজ্ঞাত পুরুষের মরদেহ
মুন্সিগঞ্জ, ১৫ অক্টোবর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জ সদরের মুক্তারপুর এলাকায় ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর গোড়ায় গোসল করার সিড়িতে গেঞ্জি-প্যান্ট পরিহিত অজ্ঞাত পুরুষের মরদেহ ভেসে এসেছে। পরে স্থানীয়রা দেখতে পেয়ে পার্শ্ববর্তী নৌ পুলিশ ফাঁড়িতে খবর দিলে তারা এসে মরদেহটি উদ্ধার করে। আজ মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে। মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ লুৎফর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।
14
মুন্সিগঞ্জ, ১৫ অক্টোবর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের মুক্তারপুর এলাকায় ষষ্ঠ বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর গোড়ায় গোসল করার সিড়িতে গেঞ্জি-প্যান্ট পরিহিত অজ্ঞাত পুরুষের মরদেহ ভেসে এসেছে।
পরে স্থানীয়রা দেখতে পেয়ে পার্শ্ববর্তী নৌ পুলিশ ফাঁড়িতে খবর দিলে তারা এসে মরদেহটি উদ্ধার করে।
আজ মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে।
মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ লুৎফর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে।


