৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | সকাল ৭:৪৭
Search
Close this search box.
Search
Close this search box.
মুক্তারপুর সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতদের বাড়িতে শোকের ছায়া
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২১ মে, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুর সেতুতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ জন মারা যাওয়ার ঘটনায় নিহতদের বাড়িতে ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তরুণ বয়সী দুই আপন খালাতো ভাইয়ের মৃত্যুতে শোকে বিহ্বল হয়ে পড়েছে তাদের পরিবার।

এ ঘটনায় নিহত অমি কাজী (২১) মুন্সিগঞ্জ সদরের চরকেওয়ার ইউনিয়নের ভিটিহোগলা এলাকার আওয়ামী লীগ নেতা আসলাম কাজীর বাড়িতে ছিলো গতকাল দিনভর শোকের মাতম। শোকাহত পরিবারকে সান্ত্বনা জানাতে ছুটে যান স্থানীয় সংসদ সদস্য মৃণাল কান্তি দাস। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

আরও পড়তে পারেন: মুক্তারপুর সেতুতে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ২

অন্যদিকে নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার অপর নিহত শায়র (১৮) এর বাড়িতেও গতকাল দিনভর দূরদুরান্ত থেকে ছুটে আসেন আত্মীয়-স্বজনরা। তারা নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানান।

গতকাল বৃহস্পতিবার (২০ মে) বেলা আনুমানিক দেড়টার দিকে মুক্তারপুর সেতুতে এই দূর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই একজন এবং হাসপাতালে আনার পরে অপরজন মারা যান। নিহত দুইজন সম্পর্কে আপন খালাতো ভাই।

আরও পড়তে পারেন: হেলমেট ছাড়াই বাইকটি চালাচ্ছিলেন শায়র, ছিলো না লাইসেন্স

নিহতরা হলেন, মুন্সিগঞ্জ সদরের চরকেওয়ার ইউনিয়নের ভিটিহোগলা এলাকার আসলাম কাজীর ছেলে অমি কাজী (২১) ও নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার আসলাম হোসেনের পুত্র শায়র (১৮)।

তারা পঞ্চবটি থেকে মুন্সিগঞ্জের দিকে আসছিলেন। পথিমধ্যে মুক্তারপুর সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সাথে ধাক্কায় দুজনেই মারা যান।

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন) বজলুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

error: দুঃখিত!